পুলিশের তৎপরতায় রক্তপাত এড়ালো ছাত্রলীগ


প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

বরিশালে পুলিশের তাৎক্ষনিক তৎপরতার কারণে ছাত্রলীগের দু’পক্ষের নেতাকর্মীরা একটি নিশ্চিত রক্তপাতের ঘটনা থেকে রেহাই পেয়েছে। হামলার মুহূর্তে নগরীর বেশিরভাগ টহল পুলিশ এবং ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করলে লাঠিসোটা ও ধারালো অস্ত্রে সজ্জিত ছাত্রলীগের উভয় পক্ষ পালিয়ে যায়।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কীর্তনখোলা নদীর তীরে বধ্যভূমি (ত্রিশ গোডাউন) এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ দু’জনকে আটক করে পুলিশ। তারা হলেন ছাত্রলীগের জসিম-অসিম গ্রুপের মো. নুরুজ্জামান ও হৃদয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল সরকারি কলেজ ছাত্রলীগের সাদিক গ্রুপের নেতা তানজিল কীর্তনখোলা নদীর তীরে বধ্যভূমির পাশে তার জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন। দুইদিন আগে ছাত্রলীগের জসিম-অসিম গ্রুপের রাব্বিকে কুপিয়ে আহত করা হয়। এর জের ধরে ওই অনুষ্ঠানে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নেয় মহানগর ছাত্রলীগের জসিম গ্রুপ।

এ খবরে সাদিক গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীরাও পাল্টা হামলার প্রস্ততি নেয়। এক গ্রুপ অন্য গ্রুপের ওপর ঝঁপিয়ে পড়ার মুহূর্তে মেট্রোপলিটন পুলিশের একটি বড় দল উভয় গ্রুপকে ধাওয়া করে। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলে অস্ত্রসহ ছাত্রলীগ পরিচয়ধারী দুইজনকে আটক করে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী থানার এসআই গোলাম কবির জানান, পুলিশ সদস্যদের তাৎক্ষণিক তৎপরতার কারণে রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।