কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরছে দুই শতাধিক অস্ট্রেলিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০

১৪ দিন কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরছে দুই শতাধিক অস্ট্রেলিয়ান নাগরিক। তাদের চীনের হুবেই প্রদেশ থেকে ফিরিয়ে আনার পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। গত ৩ ফেব্রুয়ারি থেকে তারা কোয়ারেন্টাইনে ছিল।

যদিও এদের মধ্যে কেউই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। হুবেই প্রদেশ থেকে আনার পর তাদের অস্ট্রেলিয়ার ছয়টি শহরে কোয়ারেন্টাইনে রাখা হয়। দেশে ফিরিয়ে আনাদের মধ্যে অনেক শিশুও ছিল।

বিজ্ঞাপন

১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর বাড়ি ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন সবাই। অনেকেই জানিয়েছেন, শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে তারা বেশ খুশি।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন চীনের বিভিন্ন শহরসহ বিশ্বের অনেক দেশেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে চীনে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৮০৭ জন। সবমিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৬৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৫৫ জন।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১৫ জনের এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। চীন ছাড়া ফ্রান্স, হংকং, জাপান, ফিলিপাইন এবং তাইওয়ানে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টিটিএন/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।