প্রমোদতরীটির আরও ৯৯ যাত্রী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০
করোনাভাইরাস আতঙ্কের কারণে জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙ্গর করে রাখা ব্রিটিশ মালিকাধীন প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরও ৯৯ যাত্রীকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ওই প্রমোদতরীর ৪৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গার্ডিয়ানের অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এদিকে কম্বোডিয়ায় নোঙ্গর করে রাখা লিনার নামে আরেক বিলাশবহুল জাহাজে এক যাত্রী থেকে অপর যাত্রীতে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল রোববার এমএস ওয়েসটারডামের আরেক পর্যটক মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন। সাত দেশের উপকূলে ঠাঁই না পাওয়ার পর অবশেষে কম্বোডিয়ায় জাহাজটি নোঙ্গর করে।
বিজ্ঞাপন
ডায়মন্ড প্রিন্সেস জাহাজটিতে মোট যাত্রী ও ক্রু ৩ হাজার ৭০০। এর মধ্যে ৪০০ মার্কিন নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি থেকে এসব যাত্রী জাহাজের কেবিনে আটকা ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার করে দেশে নেয়ার সময় আরও ১৪ মার্কিনি আক্রান্ত হন।
ডিসেম্বরের শেষে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বব্যাপী আঘাত হানার পর গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রমোদতরীটি জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। জাহাজ থেকে হংকংয়ে নেমে যাওয়া এক যাত্রীর করোনাভাইরাস ধরা পড়ার পর জাহাজটিকে কোয়ারেন্টাইন রাখা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডায়মন্ড প্রিন্সেস নামের হাজার হাজার পর্যটকবাহী ওই প্রমোদতরীতে এখন অনেক যাত্রী রয়েছেন। আরও দুই সপ্তাহ জাহাজটিকে আইসোলেশনে (পৃথক করে) রাখা হবে। সেখানে থাকা ৪০ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের জাপানের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে।
ডায়মন্ড প্রিন্সেস থেকে ৪০০ মার্কিন নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
চীনের বাইরে এই জাহাজেই সবচেয়ে বেশিসংখ্যক মানুষ নভেল করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ নামক রোগে আক্রান্ত হয়েছেন। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত হয়ে চীনে ১ হাজার ৭৭০ জন প্রাণ হারিয়েছেন। চীনের বাইরে হংকং, তাইওয়ান, জাপান, ফিলিপাইন ও ফ্রান্সে একজন করে মোট পাঁচজন মারা গেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া গতকাল রোববার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭১ হাজার ৪৩৫ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৫৪৮। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬১০ রোগী। বাণিজ্য, ব্যবসা আর পণ্য পরিবহনে গতি কমায় চীনসহ বিশ্ব অর্থনীতিও এখন করোনা আক্রান্ত হয়ে ধুঁকছে।
এসএ/পিআর