পাণ্ডুলিপিসমূহ সংরক্ষণে গবেষক প্রয়োজন
নয়া দিল্লীস্থ রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. রাধাবল্লভ ত্রিপাঠী বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তিতে সংস্কৃত ভাষা যথাযথভাবে ব্যবহার করা উচিত। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পাণ্ডুলিপিসমূহ সংরক্ষণের জন্য দক্ষ সংস্কৃত গবেষক প্রয়োজন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. রাধাবল্লভ ত্রিপাঠী বলেন, মানব সভ্যতার উন্নয়নে সংস্কৃত শিক্ষার আধুনিকায়ণ এবং সংস্কৃত বিষয়ক জ্ঞান চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘New Horizons in Sanskrit Studies’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. রাধাবল্লভ ত্রিপাঠী। এছাড়া অনুষ্ঠানে সংস্কৃত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল কান্তি ভৌমিক এবং অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।
অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মাধবী রানী চন্দ অনুষ্ঠান পরিচালনা করেন।
নাসরীন আহমাদ তথ্যবহুল স্মারক বক্তৃতা প্রদান করায় অধ্যাপক ড. রাধাবল্লভ ত্রিপাঠীকে ধন্যবাদ জানান। সংস্কৃত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই স্মারক বক্তৃতা থেকে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য ১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ২৮ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।
এমএইচ/জেডএইচ/পিআর