শিগগিরই শুরু হচ্ছে পেসার হান্ট


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

শিগগিরই আবারো ফাস্ট বোলারের সন্ধানে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সন্ধ্যায় অন্যান্য পরিচালকদের সঙ্গে বোর্ড মিটিং শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

এই বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, আমরা আবারো পেসার হান্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সারা দেশ থেকে ফাস্ট বোলার খুজে বের করার জন্য খুব শীঘ্রই এটা শুরু করবো।

এর আগে ২০০৫ ও ২০০৭ সালে গ্রামীণফোন পেসার হান্ট নামে পরিচিত থাকলেও এবার তার নাম পরিবর্তন হতে যাচ্ছে। কারণ এবার এই কার্যক্রমের স্পন্সর হচ্ছেন রবি।

কবে নাগাদ এই কার্যক্রম শুরু করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে চলতি বছরেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিসিবি সভাপতি।

এর আগে বাংলাদেশ জাতীয় দলে রুবেল হোসেন, শফিউল ইসলামদের মতো কিছু পেসার এই কর্মসূচির মাধ্যমেই খুজে পেয়েছিল বিসিবি।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।