গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি
গরুর মাংস নিষিদ্ধ, মূত্র ছিটিয়ে পবিত্রতা ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডের দাবিসহ বিভিন্ন মন্তব্য সম্প্রতি ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। এবার আগের সব দাবি-দাওয়া পেছনে ফেলে দিলেন ভারতের হরিয়ানার বিজেপি মন্ত্রী অনিল ভিজ। বাঘের পরিবর্তে গরুকে দেশটির জাতীয় পশু ঘোষণার দাবি জানালেন তিনি।
মোদি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশজুড়ে গরু নিয়ে গেরুয়া নেতাদের মাথাব্যথার যেন শেষ নেই। সেই তালিকায় নতুন সংযোজন হরিয়ানার বিজেপি মন্ত্রী অনিল ভিজ। তাও এমন এক সময়ে তিনি এ দাবি জানালেন যখন দাদরি হত্যাকাণ্ড নিয়ে পুরো ভারতজুড়ে তোলপাড় চলছে। হরিয়ানায় বিজেপি মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য অনিল ভিজ। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী পদেরও অন্যতম দাবিদার ছিলেন তিনি।
সম্প্রতি ভিজ একটি বার্তা পোস্ট করেন। টুইটে বলেন, বাঘকে বাদ দিয়ে গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা হোক। তাহলে দেশে গরুর যথাযথ রক্ষা হবে।
এসআইএস/পিআর