বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি চালিত হবে না


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি চালিত হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত গণচীনের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
ইনু বলেন, রাজনীতি থেকে সামরিক ও জঙ্গিতন্ত্রকে চিরতরে বিদায় করতে সমাজতন্ত্র দরকার  যে সমাজতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের দারিদ্র সরিয়ে ফেলতে পারি।

তিনি বলেন, আসুন সমাজতন্ত্রের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। জঙ্গিতন্ত্রকে পরাজিত করার মধ্য দিয়ে সমাজতন্ত্র আসবে। আর সমাজতন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল করতে হবে` বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘দেশে চক্রান্তের দিন শেষ হয়ে যায়নি। এখনও চক্রান্ত চলছে। একহাতে সমাজতন্ত্রের ঝাণ্ডা, অন্যহাতে ঐক্যের ঝাণ্ডা নিয়ে এগিয়ে যেতে হবে।’
 
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহম্মদ নাসিম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খানসহ সাম্যবাদী দলের নেতাকর্মীরা।

এএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।