এক কোটি ২৯ লাখ ইঁদুর নিধন


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তত্ত্বাবধানে গত বছর এক কোটি ২৮ লাখ ৯২ হাজার ৯৩৩টি ইঁদুর মারা হয়েছে। গত বছর ইঁদুরের কারণে ৭২৪ কোটি টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নেয়। বুধবার রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইং আয়োজিত জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইং এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইঁদুর শুধু গ্রামের ফসলেরই ক্ষতি করে না, শহরে বৈদ্যুতিক তার এবং আসবাবেরও ক্ষতি করে। ইঁদুর কৃষকদের কষ্টার্জিত অনেক ফসল নষ্ট করে। তাই ইঁদুর দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল হান্নান। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব কমল কান্তি ঘোষ ও সংস্থাটির পরিচালক আবুল কালাম আজাদ।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।