কালজয়ী গান নিয়ে ওগো নিরুপমা


প্রকাশিত: ১১:১৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

সংগীতশিল্পী সালমা কিবরীয়া ও তার সন্তান সাদমান কিবরীয়ার গাওয়া হারানো দিনের কালজয়ী বাংলা গানের অ্যালবাম ‘ওগো নিরুপমা’ প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানের পিৎজা হাটে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘মা ও ছেলে যত্ম ও কলা-নৈপূন্যে পুরোনো দিনের গান পূণঃনির্মান করেছেন। যা সত্যিই মাইলফলক হয়ে থাকবে। আমাদের বাংলা গানের সমৃদ্ধ ভুবনে এই প্রচেষ্টা ভিন্ন মাত্রা যোগ করবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক আলী ইমামসহ অনেকেই। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিল্পী সালমা কিবরীয়া জানান, সোনালী দিনের গানগুলো নিজের কন্ঠে ধারণ করতে পেরে তিনি গর্বিত ও ধন্য। এই গানগুলো শ্রোতার চিত্তকে বিকশিত এবং প্রশান্ত করতে বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

আর সালমার পুত্র সাদমান মাহতাবও অ্যালবামটির আয়োজনের জন্য তার মাকে ধন্যবাদ জানান।

আকাশ এতো মেঘলা, ওগো নিরুপমা করিও ক্ষমা, আমায় প্রশ্ন করে, মনের জানালা ধরে, কফি হাইজের সেই আড্ডা, কাটেনা সময় যখনসহ মোট দশটি গান নিয়ে সাজানো হয়েছে ‘ওগো নিরুপমা’।

ইকবাল আহমেদ তাপসের সহায়তা ও মুশফিক লিটুর সংগীত পরিচালনায় অ্যালবামটি প্রকাশ করেছে ফাহিম মিউজিক।

সালমা কিবরীয়া ও সাদমান কিবরীয়া গানের ভূবনের বাসিন্দা হলেও সাহিত্যের সঙ্গে তাদের রয়েছে ঘনিষ্ট সম্পৃক্ততা। শিশুসাহিত্য নিয়ে বেশ কয়েকটি বইও রয়েছে তাদের।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।