অবশেষে আবাসিক পরিচয় পেল বেরোবির ছাত্ররা


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৭ অক্টোবর ২০১৫

যাত্রা শুরু করলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদের জন্য নির্মিত প্রথম আবাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এর ফলে বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা পেল আবাসিক পরিচয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় হলটির প্রাধ্যক্ষ কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ফিতা কেটে হলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।

হলের আবাসিক শিক্ষক আপেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।

আবাসিক ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির জনকের নামে নির্মিত হলটি চালু করতে পেরে মহাকালের সাক্ষি হয়ে রইলাম। তিনি সকলের প্রতি এই মহামানবের নামের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। সেই সাথে চলতি মাসেই ছাত্রদের অপর হলটি খুলে দেওয়ার ঘোষণা দেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নাজমুল হক, বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ তুহিন ওয়াদুদ, শেখ মুক্তার এলাহী হলের প্রাধ্যক্ষ (চলতি দায়িত্ব) আমীর শরীফ ও প্রক্টর(চলতি দায়িত্ব) শাহীনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় হলের আবাসিক শিক্ষক আপেল মাহমুদ, মাসুদ রানা, আকতারুল ইসলাম, বকুল কুমার চক্রবর্তী ও বেলাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয় তলা ভবন বিশিষ্ট হলটির ফলক উন্মোচন করা হয় ২০১১ সালের ১৭ মার্চ। আধুনিক সুবিধা সম্বলিত হলটিতে রয়েছে ৬৮টি কক্ষ । এসব কক্ষে প্রত্যেকের জন্য পৃথক চেয়ার-টেবিল ও আলমারি সিস্টেম লকারের ব্যবস্থা রয়েছে। এছাড়া নিচ তলায় প্রাধ্যক্ষের কার্যালয়, হাউস টিউটরদের কক্ষ, অফিস কক্ষ, রিডিং রুম, গেস্টরুম, টিভি/হলরুম ও ডাইনিং রুমের ব্যবস্থা রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ কমলেশ চন্দ্র রায় জাগো নিউজকে জানান, শিক্ষার্থীদের আবাসিক সংকটের কথা ভেবে ২২৫টি আসনের বিপরীতে ৩৬৬ জনের আসন বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন হল নির্মাণ হলে আসন সংখ্যা কমবে বলেও জানান তিনি।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।