মানবপাচার ঠেকাতে ভূমধ্যসাগরে অভিযান
অভিবাসী পাচার ঠেকাতে ভূমধ্যসাগরের দক্ষিণাঞ্চলে একটি অভিযান শুরু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অপারেশন সোফিয়া নামের ওই অভিযানে ইইউর জাহাজগুলো সন্দেহভাজন মানব পাচারকারীদের নৌকায় তল্লাশি, আটক ও অন্যদিকে পাঠিয়ে দিতে পারবে। খবর বিবিসির।
এর আগে, ইইউ শুধু ভূমধ্যসাগরে মানব পাচারের ওপর নজরদারি এবং উদ্ধার তৎপরতাকে প্রাধান্য দিয়ে আসছিলো।
দ্বিতীয় ধাপে শুরু হতে যাওয়া এ অপারেশন সোফিয়ার নামকরণ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি জাহাজে জন্ম নেওয়া এক শিশুর নাম অনুযায়ী। গত আগস্টে লিবিয়া উপকূল থেকে শিশুটির মাকে উদ্ধার করা হয়। পরে ইইউর জাহাজে শিশুটির জন্ম হয়।
অভিযানে কমান্ডার রিয়ার এডমিরাল এনরিকো ক্রেডেনডিনো রোমের সদর দফতর থেকে ভূমধ্যসাগরে ইইউর জাহাজগুলো পরিচালনা করবেন। সন্দেহভাজন পাচারকারীদের ঠেকাতে প্রাথমিকভাবে ছয়টি যুদ্ধ জাহাজ ব্যবহার করা হবে। এছাড়া খুব শিগগিরই আরো চারটি যুদ্ধ জাহাজ এ অভিযানে যুক্ত হবে।
এদিকে, বুধবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ অভিবাসন ইস্যুতে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে।
চলতি বছরে অন্তত এক লাখ ৩০ হাজারেরও বেশি অভিবাসী ও শরণার্থী উত্তর আফ্রিকার উপকূল থেকে ইউরোপে পাড়ি জমিয়েছে। এছাড়া এই সাগরে দুই হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছে।
এসআইএস/আরআইপি