পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশের মারদান জেলায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার মারদান জেলার পিরানো কালি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে। তবে বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, মারদান জেলায় পাক বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়মিত অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছে।

দেশটির জরুরি সার্ভিস ১১২২-এর এক মুখপাত্র বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট বেঁচে গেলেও তিনি আহত হয়েছেন। এছাড়া বিধ্বস্ত স্থলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

চলতি মাসের শুরুর দিকে দেশটির পাঞ্জাব প্রদেশের শোরকোট এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান মিরেজ বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে নিয়মিত অনুশীলনের সময় ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে পাক বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

বুধবারের বিমান বিধ্বস্তের ঘটনায় পাক বিমানবাহিনীর সদর দফতর তদন্ত কমিটি গঠন করে। গত জানুয়ারিতেও পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান এফটি-৭ বিধ্বস্ত হয়ে দুই পাইলটের প্রাণহানি ঘটে।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।