চীনমুখী ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়াল আমেরিকান এয়ারলাইন্স
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে যাত্রী সংকট দেখা দেয়ায় চীনমুখী ফ্লাইট বাতিলের সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। শুধু চীনের মূল ভূখণ্ডই নয়, এর স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়েও আপাতত কোনও ফ্লাইট পাঠাচ্ছে না তারা।
মঙ্গলবার মার্কিন প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ডালাস-ফোর্ট ওর্থ ও লস অ্যাঞ্জেলস থেকে চীনের মূল ভূখণ্ডগামী সব ফ্লাইট আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হলো। এছাড়া ডালাস ও লস অ্যাঞ্জেলস থেকে হংকংগামী ফ্লাইটগুলো স্থগিত থাকবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
তবে এই শিডিউল পুনর্বিবেচনা এবং বিশেষ প্রয়োজনে তা পরিবর্তন করা হতে পারে বলেও জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এরপর থেকে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এই ভাইরাসে মারা গেছেন ১ হাজার ১০৭ জন, আক্রান্ত ৪৪ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে মারা গেছেন আরও দু’জন।
বিশ্বের অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর সংক্রমণের কারণে বেশ কয়েকটি শহর অবরুদ্ধ ঘোষণা করেছে চীন সরকার। চীনফেরত নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ। ভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীনমুখী ফ্লাইট বাতিল করেছে বিশ্বের বেশিরভাগ এয়ারলাইনগুলো। ফলে সারাবিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।
মঙ্গলবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদরোস আদহানম জানান, নতুন এ ভাইরাস থেকে সৃষ্ট রোগ এখন থেকে COVID-19 নামে পরিচিত হবে। ভাইরাসটির নামের CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) এবং 19 দিয়ে ২০১৯ সালকে নির্দেশ করা হয়েছে।
সূত্র: সিএনএন
কেএএ/এমএস