হাসপাতালে হামলায় যুক্তরাষ্ট্রের ভুল স্বীকার


প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের হাসপাতালে বিমান হামলার ঘটনাকে ভুল বলে স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে নিযুক্ত মার্কিন বাহিনীর প্রধান গেন জন ক্যাম্পবেল এ ভুল স্বীকার করেন। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জন ক্যাম্পবেল বলেন, যুক্তরাষ্ট্র কখনো ইচ্ছাকৃতভাবে কোনো সুরক্ষিত চিকিৎসা স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে না।

কুন্দুজে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে মার্কিন বিমান হামলায় ২২ জন নিহত হয়। এমএসএফ ঘটনাটিকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে।

কুন্দুজের দখল নিতে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সরকারি বাহিনী। মার্কিন বাহিনী দেশটিতে তালেবান বিদ্রোহীদের দমনে আফগান সেনাদের সহায়তা করছে। শুক্রবার কুনদুজের ওই হাসপাতালটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। পরে কুনদুজের ওই হামলার ঘটনায় নিন্দা জানায় জাতিসংঘ। এরপর হাসপাতালে হামলা ইচ্ছাকৃত ছিলো না বলে দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।