আবারো পাকিস্তান টেস্ট দলে শোয়েব মালিক


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৭ অক্টোবর ২০১৫

দীর্ঘ পাঁচ বছর আবারো টেস্ট দলে ডাক পেলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।  ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬তম সদস্য হিসেবে দলে যুক্ত হয়েছেন মালিক।

২০১০ সালের পর পাকিস্তানের হয়ে আর টেস্ট খেলেননি মালিক। সম্প্রতি রঙিন পোশাকে তার অসাধারণ ব্যাটিংয়ের জন্য টিম ম্যানেজমেন্ট তাকে টেস্ট দলে নেওয়ার অনুরোধ করে। এর ভিত্তিতেই নির্বাচকরা মালিককে দলে নেন।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আবু ধাবিতে শুরু হবে আগামী মঙ্গলবার। দুবাইয়ে পরের ম্যাচ ২২ অক্টোবর আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এক নভেম্বর শুরু হবে শারজাহয়।   
 
পাকিস্তানের টেস্ট দল: আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলি, মোহাম্মদ হাফিজ, ফাওয়াদ আলম, আসাদ শফিক, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনুস খান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, রাহাত আলি, জুনায়েদ খান, শোয়েব মালিক।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।