টাকার বিনিময়ে ভাতঘুমের সুযোগ


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৭ অক্টোবর ২০১৫

`ভাতঘুম` শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত। দুপুরে খাওয়ার পরে একটু আরামের ঘুম। কিন্তু কর্মজীবীদের জন্য সে সুযোগ কোথায়! তবে দক্ষিণ কোরিয়ায় এবার কর্মজীবীদের কাজের ফাঁকে মধ্যাহ্ন বিরতির সময় ঘুমানোর আয়োজন করেছে বিশেষ পার্লার।

রাজধানী সিউলে টাকা দিয়ে ঘুমানোর এই ব্যবস্থা দিনদিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।

দেশটির সংবাদপত্র জোসান ইলবো ডেইলি জানিয়েছে, শহরের বাণিজ্যিক এলাকাগুলোতে পাওয়ার ন্যাপ বা কাজের ফাঁকে অল্প সময়ের ঘুমের জন্য এ ধরনের জায়গা বাড়ছে এবং এরইমধ্যে তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

তবে এসব জায়গায় ঘুমাতে হলে নির্দিষ্ট একটি অঙ্কের টাকা পরিশোধ করতে হয়। এর ফলে অফিসে ঘুমানোর হাত থকে রক্ষা পাচ্ছেন তারা।

এরকম একজন কর্মজীবী লোক বলেন, আমি প্রায়ই নিজের টেবিলের ওপরে কিংবা টয়লেটে গিয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু এখন আমি এখানে একটু আরাম করে শুয়ে ঘুমাতে পারছি।

দক্ষিণ কোরিয়ায় লোকজনকে দীর্ঘ সময় কর্মঘণ্টা কাটাতে হয় এবং কর্ম-সংক্রান্ত মানসিক চাপও সেখানে বেশ চিন্তার বিষয় । কিছু কিছু প্রতিষ্ঠানে ঘুমানোর জন্য বিমানের মত রিসাইক্লিং আসন ও শরীর টিপে নেওয়ার চেয়ারও রয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।