কাশ্মীরে পাকিস্তানের গুলিতে ভারতীয় সৈন্য নিহত, আহত মেজর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০

কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত নির্ধারণকারী রেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধে ভারতীয় এক সৈন্য নিহত হওয়া ছাড়াও দেশটির সামরিক বাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তা আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সোমবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

পাক সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, ‘কাশ্মীরে এলওসি সংলগ্ন জানদ্রোত ও নিকিয়াল সেক্টর থেকে পাকিস্তানের কোটলি জেলার জাব্বার, সান্ধারা, সুম্বাল গলি ও দাবসি গ্রামের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিগত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনারা মর্টার শেল ও ভারী অস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালায়।’

কোনো উস্কানি ছাড়াই ভারতের এমন হামলা জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। প্রতিরোধের গুলিতে ভারতের এক সেনা সদস্য নিহত এবং একজন মেজর আহত হয়েছেন। ভারত যেসব সেনা চৌকি থেকে গুলি করেছে, প্রতিরোধের হামলায় সেসব চৌকির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় বাহিনীর ছোড়া মর্টার ও গুলিতে পাকিস্তানের ১০ জন নিরীহ মানুষ মারাত্মক আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন নারী ও দুটি শিশুও রয়েছে। আহতদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, এলওসিতে এর আগে গত শনিবার ভারতীয় সেনাদের হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং এক নারী আহত হন। এলওসিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করছে পাকিস্তান।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।