দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর


প্রকাশিত: ০৫:৪২ এএম, ০৭ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

পিলখানা ট্রাজেডি ও জাতিসংঘ শান্তি মিশনসহ অন্যান্য দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হয়েছে। মোট ৬৮ সেনা কর্মকর্তার পরিবার ফ্ল্যাট পেয়েছেন মিরপুরের ডিওএইচএস এর অপরাজিতায়। আর মোট ফ্ল্যাটের সংখ্যা ৭৪টি।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রিয়জন হারানোর এসব সেনা পরিবারের সদস্যদের কাছে ফ্ল্যাটগুলো হস্তান্তর করেন।

মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনীতিক, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে পিলখানা বিদ্রোহ ও বিদেশে শান্তি মিশনে নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান স্মরণ করেন।

ফ্ল্যাটপ্রাপ্ত পরিবারের মধ্যে সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের পরিবারও রয়েছে।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।