জাপানি প্রমোদতরীর আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০
জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রোববার সরকারিভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফলে এখন পর্যন্ত ওই প্রমোদতরীর ৭০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
প্রায় দু'সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে থাকতে হবে ওই প্রমোদতরীর যাত্রীদের। এর মধ্যে যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলেছে। জাপানের কর্তৃপক্ষ এর আগে ওই প্রমোদতরীর ২৭৯ জনকে পরীক্ষা-নিরীক্ষা করেছে। এর মধ্যে ৬৪ জনের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর আবার নতুন করে ছয়জনের এই ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অপরদিকে জাপানের বিভিন্ন স্থানে আরও ২৬ জনের এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। ওই প্রমোদতরীতে তিন হাজার ৭শোর বেশি যাত্রী এবং ক্রু সদস্য ছিল। এটি গত সপ্তাহে জাপানের উপকূলে পৌঁছায়।
রোববার পর্যন্ত ওই প্রমোদতরী থেকে কয়েক ডজন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া তিন হাজার ৬শ জন এখনও ওই প্রমোদতরীতেই আছেন। এদের মধ্যে অধিকাংশই বয়স্ক। ওই প্রমোদতরীর সবাইকে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে কি-না সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
প্রমোদতরীর যাত্রীদের নিজ নিজ কেবিনেই অবস্থান করতে বলা হয়েছে। এতে করে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে।
এদিকে, চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জন। এছাড়া নতুন ভাইরাসটিতে হংকং এবং ফিলিপাইনে প্রাণ হারিয়েছেন আরও দুইজন।
টিটিএন/পিআর