লিবিয়া উপকূলে ১৮৩০ শরণার্থী উদ্ধার
লিবিয়া উপকূলের অদূরে ভূমধ্যসাগরে ভাসমান ছয়টি নৌযান থেকে সোমবার এক হাজার ৮শর বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্টগার্ড বলেছে, চারটি জীর্ণ নৌকা ও দুটি রাবারের ডিঙ্গি থেকে মোট এসব শরণার্থীকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।
অভিযানে ইতালির তিনটি নৌযান এবং ব্রিটেন ও আয়ারল্যান্ডের একটি করে জাহাজ অংশ নেয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, চলতি বছর পাঁচ লাখেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী ইউরোপের বিভিন্ন তীরে এসে পৌঁছেছেন।
ইউরোপের উদ্দেশে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় দুই হাজার ৯৮০ জন প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন। লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেয়া বেশিরভাগ শরণার্থী আফ্রিকার নাগরিক।
মধ্যপ্রাচ্য ও এশিয়ায় সংঘাত ও দুর্দশার কারণে পালিয়ে আসা শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দেয়ার জন্য মূলত তুরস্ককে প্রধান রুট হিসেবে ব্যবহার করছেন।
বিএ