গোমাংস নিয়ে মন্তব্য করায় লালুর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

গোমাংস নিয়ে মন্তব্য করায় ভারতের প্রবীন রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। `হিন্দুরাও গরুর মাংস খায়` কয়েকদিন আগে এমন ধরনের মন্তব্য করেছিলেন লালু। তার এই মন্তব্যে ভারতজুড়ে বিতর্কের ঝড় ওঠে।

এহেন মন্তব্য করে সংখ্যাগুরু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন, এই অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের হয়েছে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এই সভাপতির বিরুদ্ধে। লালুর মন্তব্যে আপত্তি তুলে অভিযোগ করেছেন জনৈক পিন্টু কুমার।

তিনি এও বলেছেন, ওই মন্তব্যের জেরে বিহারের শান্তি ও আইনশৃঙ্খলা খারাপ হয়ে পড়তে পারে। তিনি বিহারের নরপতগঞ্জ থানার তামগঞ্জ গ্রামের বাসিন্দা। পিন্টু মামলা ঠুকেছেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) অশোক কুমার শুক্লার এজলাসে।

ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ২৯৮, ৫০৪, ৫০৫, ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে। বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই লালুর বিরুদ্ধে গোমাংস সংক্রান্ত মন্তব্যের জেরে মামলা রুজু হয়েছে পাটনা ও মুজফফপুর জেলার আদালতে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।