করোনাভাইরাস : চীনে মার্কিন নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় হুবেই প্রদেশের উহান শহরে মারা গেছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটাই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা।

বৃহস্পতিবার ওই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বেইজিংয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মৃত ওই ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর।

দূতাবাসের এক মুখপাত্র বলেন, মৃতের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। পরিবারটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারছি না।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৫৪৬ জন এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭২২ জন। চীনসহ বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

অপরদিকে জাপানের একটি প্রমোদতরীতে নতুন করে ৪১ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট ৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হলো। ওই প্রমোদতরীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত দু'দিনে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। চীন ছাড়াও হংকং এবং ফিলিপাইনে দু'জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

টিটিএন/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।