ঝালকাঠিতে কারেন্ট জাল ও ইলিশ জব্দ


প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার অভিযোগে মঙ্গলবার ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময় বাবা-ছেলেসহ আটক ৩ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের দণ্ড প্রদান করা হয়।

পরে মাছগুলো ৬টি এতিম খানায় বিলিয়ে দেয়া হয়েছে। মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে এ ব্যবস্থা গ্রহণ করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল ঝালকাঠি শহরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানকালে জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

আটক জেলেরা হলেন, রাজাপুর উপজেলার পালট গ্রামের আ. ছত্তার মাঝির ছেলে আনোয়ার হোসেন, তার ছেলে রাকিব এবং একই এলাকার আহমদ হাওলাদারের ছেলে বাদল হাওলাদার।

অপরদিকে, কাঁঠালিয়ায় মনির হোসেন হাওলাদার (২৬) ও রাজু গাজী (১৮) নামের দুই জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে বিষখালী নদীর শৌলজালিয়া এলাকায় অভিযান চালিয়ে ইলিশ শিকার কালে দুই হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন আদেশ দেন। জদ্ধকৃত জাল পুড়িয়ে ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, জেলেদের সচেতনতার অভাবে এত অভিযান পরিচালনার পরেও মা ইলিশ নিধন থামছে না। প্রতিরোধে জেলা প্রশাসনের সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে।  

জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, অতি লোভে তাতি নষ্ট এ প্রবাদের প্রভাব জেলে ঘাড়ে পড়লেও লোভ সামলাতে না পারায় তারা নদীতে মা ইলিশ নিধনে নামছে। আমরাও প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে অব্যাহত অভিযান চালিয়ে জেলেদের আটক, জাল জব্দ করে পুড়িয়ে ফেলা এবং মাছ জব্দ করে এতিম খানায় বিলিয়ে দিচ্ছি।  

প্রসঙ্গত, মৎস্য বিভাগ ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করেছে। এ সময় ইলিশ ধরাসহ ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।