করমর্দন না করায় ট্রাম্পের ভাষণের কপি ছিঁড়লেন পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০

ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির মধ্যে দ্বৈরথের নতুন আরেক নজির তৈরি হলো যুক্তরাষ্ট্রে। কংগ্রেসে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সময় ট্রাম্পের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়ান পেছনে দাঁড়ানো পেলোসি। কিন্তু ট্রাম্প মুখ ফিরিয়ে নেন। পরে পেলোসি সবার সামনে ট্রাম্পের ভাষণের কপি ছিঁড়ে ফেলেন।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বক্তৃতা করেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিয়ম মেনে তিনি তার বক্তৃতার একটি লিখিত কপি স্পিকার পেলোসির হাতে তুলে দেন। ঠিক তখনই ট্রাম্প ট্রাম্পকে ‘অভিবাদন’ জানাতে উঠে দাঁড়ান পেলোসি। তবে ট্রাম্প করমর্দন না করলে তার এমনই প্রতিক্রিয়া জানান স্পিকার।

অভিশংসন তদন্তের নেতৃত্বদানকারী স্পিকার পেলোসির সঙ্গে প্রকাশ্যে এবং টুইটারে বাগবিতন্ডায় জড়াতে দেখা গেছে ট্রাম্পকে। পেলোসিকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি হিসেবেও অভিহিত করেন তিনি। তাই প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় স্পিকারের এমন অসৌজন্যমূলক আচরণ নিয়ে মার্কিন রাজনীতি এখন সরগরম।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রাম্পের পেছনেই ছিলেন স্পিকার পেলোসি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। নিয়ম মেনে দুজনের হাতে ভাষণের অনুলিপি দেন ট্রাম্প। কপি গ্রহণের পর করমর্দনের জন্য হাত বাড়ান পেলোসি। কিন্তু ট্রাম্প পেলোসির বাড়ানো হাত উপেক্ষা করে সামনে ঘুরে তার ভাষণ শুরু করেন।

জনসম্মুখে ট্রাম্পের এমন আচরণে অস্বস্তিতে পড়েন ন্যান্সি। মুচকি হেসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানিয়ে টানা ৮০ মিনিট চুপ করে বসে থেকে ট্রাম্পের বক্তৃতা শোনেন। ট্রাম্পের বক্তৃতা শেষে রিপাবলিকানরা যখন তালি দিচ্ছিলেন তখন পেছনে দাঁড়িয়ে ট্রাম্পের ভাষণের কপি এক এক করে ছিঁড়তে থাকেন।

পরে সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, ‘আরও অনেক কিছুও হয়তো করা যেত। তবে যথেষ্ট বিনয় দেখিয়েছি আমি। এটিই ছিল সবচেয়ে মার্জিত উপায়।’ সোশালিস্ট ডেমোক্র্যাট হিসেবে পরিচিত আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজসহ অন্তত ১০ জন আইনপ্রণেতা এর আগেই ট্রাম্পের ভাষণ বয়কট করেন।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।