ইইউর ডেটা বিনিময় নীতিমালাকে অবৈধ ঘোষণা


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৬ অক্টোবর ২০১৫

ইউরোপের একটি আদালত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডেটা বা উপাত্ত বিনিময় সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের যে নীতিমালা রয়েছে তা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে। ম্যাক্স স্ক্রিমস নামে অস্ট্রিয়ার এক ছাত্রের দায়ের করা একটি মামলার শুনানি শেষে এ রায় দেওয়া হয়েছে। খবর বিবিসির।

মামলার অভিযোগে বলা হয়েছিলো, সেফ হারবার নামে ডেটা বিনিময়ের আইনের মাধ্যমে ব্যক্তিগত গোপণীয়তা রক্ষা হচ্ছে না।

এ আইনের মাধ্যমে ফেসবুক, বিভিন্ন এয়ারলাইন্স এবং অন্যান্য শত শত কোম্পানি ইউরোপ থেকে ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে পারতো। ১৫ বছর ধরে আইনটি কার্যকর ছিলো।

সমালোচকরা বলছেন, এর ফলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অবাধে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। তবে মার্কিন সরকারের দাবি, তারা গণহারে মানুষের ওপর নজরদারি চালায় না।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।