ভোলায় জেলেদের হামলায় ম্যাজিস্ট্রেট আহত
ভোলার লালমোহনের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানকালে জেলেদের হামলায় গুরুতর আহত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত ম্যাজিস্ট্রেটকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মা ইলিশ পরিবহনের অভিযোগে লালমোহনে গ্রামীণ শক্তিসহ ৪ ব্যাংক কর্মকর্তাকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এবং মনপুরায় ৫৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে এদের বিভিন্ন মেয়াদে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফাতেমাবাদের ডগিরখাল নামক স্থানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ট্রলার নিয়ে নদীতে অভিযানে নামেন। এ সময় কয়েকশ জেলে নদীতে মাছ ধরা অবস্থায় ছিল। এক পর্যায়ে জেলেরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এ ঘটনায় লালমোহন থানায় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার আলী আহামদী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এদিকে ইলিশ মাছ বহন করার সময় গ্রামীণ শক্তি ও ব্যাংকের ৪ কর্মচারী-কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এরা হলেন, গলাচিপা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার আহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম, দশমিনা উপজেলার খলিশাখালী এলাকার আসমান আলীর ছেলে হেমায়েত, বাউফল উপজেলার বটকাজল এলাকার আজিজ মৃধার ছেলে ফিরোজ ও একই উপজেলার মদনপুর এলাকার সেকান্তরের ছেলে মোতালেব।
অমিতাভ অপু/এসএস/আরআইপি