ফের বাড়ছে বিবিসির লাইসেন্স ফি, গ্রাহকদের ক্ষোভ
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বার্ষিক টেলিভিশন লাইসেন্স ফি আবারও বাড়ছে। আগামী ১ এপ্রিল থেকে যারা নতুন লাইসেন্স নেবেন বা নবায়ন করবেন, তাদের অতিরিক্ত তিন পাউন্ড অর্থাৎ ১৫৭ দশমিক ৫০ পাউন্ড পরিশোধ করতে হবে।
২০১৬ সালে ব্রিটিশ সরকার ঘোষণা দেয়, ২০১৭ সালের এপ্রিল থেকে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারে পাঁচ বছরের জন্য ফি বাড়ানো হবে। সেই সিদ্ধান্ত অনুসারেই এ বছর ফি বাড়ানো হচ্ছে। তবে এই মূল্যবৃদ্ধি ৭৫ বয়োসোর্ধ্বদের জন্য ফ্রি-টিভির ক্ষেত্রে এখনই কোনও প্রভাব ফেলবে না।
এই লাইসেন্স ফির আওতায় পড়বে বিবিসির সব কয়টি টেলিভিশন চ্যানেল, আঞ্চলিক অনুষ্ঠান, জাতীয় ও স্থানীয় রেডিও স্টেশন, বিবিসি আইপ্লেয়ার, ওয়েবসাইট ও বিবিসি সাউন্ড।
বিবিসি জানিয়েছে, গত অর্থবছরে তাদের নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের ৯৪ শতাংশই গেছে দর্শকদের জন্য অনুষ্ঠান তৈরিতে, আর মাত্র ছয় শতাংশ ব্যয় হয়ছে প্রতিষ্ঠানটির পরিচালনায়। তারা জানায়, লাইসেন্স ফি পরিশোধকারীরা লাইসেন্স নবায়নের সময় আসলেই একটি বার্তা বা নতুন ‘পেমেন্ট প্ল্যান’ পাবেন। ২০২০ সালের ১ এপ্রিল থেকে যারা লাইরেন্স নেবেন বা নবায়ন করবেন তাদের নতুন ফি পরিশোধ করতে হবে।
১ এপ্রিলের আগে নতুন লাইসেন্স নিলে তারা বর্তমান ফিই (১৫৪ দশমিক ৫০ পাউন্ড) পরিশোধ করবেন। ফি পরিশোধ করার সাপ্তাহিক বা মাসিক বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে।
এদিকে, লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ বিবিসি বয়কটেরও আহ্বান জানিয়েছেন।
সূত্র: ডেইলি এক্সপ্রেস
কেএএ/পিআর