পদার্থে নোবেল পেলেন দুই বিজ্ঞানী


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৬ অক্টোবর ২০১৫

পদার্থবিদ্যায় ২০১৫ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আর্থার ম্যাকডোনাল্ডকে এ বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মৌলিক কনিকা নিউট্রিনোর দোলন ও মহাবিশ্বে এর ভরের অস্তিত্ব নিয়ে উল্লেখযোগ্য গবেষণার স্বীকৃতি হিসেবে তাদেরকে এ পুরস্কার দেওয়া হলো। তাকাকি কাজিতা জাপানের টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আর্থার ম্যাকডোনাল্ড কানাডার কিংসটনের কুইন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

মঙ্গলবার সুইডেনে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হানসন পদার্থ নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেন।

তাকাকি কাজিতা ও আর্থার ম্যাকডোনাল্ড নিউট্রিনো কণা নিয়ে গবেষণা করেন। গবেষণার ফলাফলে তারা বলেন, নিউট্রিনো কণার ভর রয়েছে। একইসঙ্গে এসব কণা রুপান্তরিত হয়ে বিভিন্ন পরিচয় ধারণ করে।

দুজনে ৮০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) ও একটি সনদ পাবেন। ১৯০১ সাল থেকে এ পর্যন্ত ২০১ জন পদার্থে নোবেল পেয়েছেন। এদের মধ্যে মাত্র দুইজন নারী বিজ্ঞানী রয়েছে।

বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স রসায়নে নোবেল বিজয়ী ঘোষণা করবেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।