যুবদল সভাপতি সিপার গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৬ অক্টোবর ২০১৫

বগুড়া জেলা যুবদল সভাপতি, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে কড়া পুলিশ পাহারায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুযারি মাসে শুরু হওয়া সরকার বিরোধী হরতাল অবরোধে যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারের নেতৃত্বে মাঠে সক্রিয় ভূমিকা রাখে। সে সময় একাধিক সহিংতার ঘটনা ঘটে। আর এ কারণেই তখন থেকেই পুলিশ সিপারকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল। তবে তিনি আত্মগোপনে থেকেই রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সিপারের বিরুদ্ধে ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন অভিযোগে ১৪-/১৫টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো একাধিক সহিংস ঘটনার সঙ্গে যোগসূত্র পাওয়া যাবে বলেও জানান তিনি।

লিমন বাসার/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।