করোনাভাইরাস ঠেকাতে ‘পুওর পারফরম্যান্স’ : চীনে ৬ জন বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০
চীনের হাবেই প্রদেশের হুয়াংগ্যাং শহরে করোনাভাইরাস মোকাবিলায় ‘পুওর পারফরম্যান্স’র (বাজে কর্মতৎপরতা) কারণে সেখানকার ছয় স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যে শহর থেকে করোনাভাইরাস ছড়িয়েছে, সেই উহানেরই প্রতিবেশী হুয়াংগ্যাং।
রোববার (২ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ওই শহরের মেয়রের বরাত দিয়ে ছয় জনকে বরখাস্ত করার খবর দেয়। রোববার পর্যন্ত করোনাভাইরাসে চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে হাবেই প্রদেশে। সেই হাবেইয়ের সব শহর এখন ভুতুড়ে রূপ নিয়েছে।
পরিস্থিতি মহামারি আকার নিলেও ওই কর্মকর্তাদের উদাসীনতার সমালোচনা করে মেয়র বলেন, হুয়াংগ্যাংয়ে রোগীদের সেবা দেয়ার সক্ষমতা পর্যাপ্ত করা হয়নি, এমনকি সেখানে চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক ও মেডিকেল মাস্কের তীব্র সংকট রয়ে গেছে।’
উহানের আশপাশের বেশ কিছু শহরের চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় সামগ্রী না থাকায় নিজেদের সুরক্ষার জন্য তারা রেইনকোট বা প্লাস্টিকের ব্যাগ পরতে বাধ্য হচ্ছেন।
এদিকে রোববার পর্যন্ত করোনাভাইরাসে চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে ফিলিপাইনে মৃত্যু হয়েছে একজনের। তিনি আবার উহান শহরেরই বাসিন্দা। ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।
এইচএ/জেআইএম