ভারতীয় দর্শকদের নিন্দায় ক্রিকেট বিশ্ব


প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৬ অক্টোবর ২০১৫

এক কথায় বলতে গেলে ভারতের লজ্জার দিনই বলতে হবে। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বৃঙ্খল আচরণ ক্রিকেটপ্রেমীদের এক প্রকার হতাশই করেছে। উচ্ছৃঙ্খল দর্শকদের বোতল ছোড়া কাণ্ড দুই দুইবার খেলা বন্ধ করতে হয়েছে। ভারতীয়দের এমন কর্মকাণ্ডে ক্রিকেট বিশ্বে বইছে নিন্দার ঝড়।  

যুবরাজ সিং টুইট করেন, কী লজ্জা! আমরা যখন জয়লাভ করি তখন সবই ভালো। কিন্তু হেরে গেলে আপনারা এ কেমন ব্যবহার দেখান? দয়া করে আপনাদের খেলোয়াড়দের একটু সম্মান করুন। সম্মান করুন খেলাকে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ হতাশা প্রকাশ করে টুইট করেন, কটকের দর্শকদের আচরণে সত্যিই হতাশ ও ব্যথিত হয়েছি। খেলার মাঠে এমন দৃশ্যের অবতারণা হওয়া উচিত নয়।

হার্ষা ভোগলে বলেন, কটকে মর্যাদাহানিকর দৃশ্য। মাঠের মধ্যে বোতল ছোড়ার অধিকার কারো নেই। খেলোয়াড়দের পারফরম্যান্সের চেয়ে দর্শকদের পারফরম্যান্স ছিল বেশি নোংরা।

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বলেন, খুবই বিরক্তিকর দৃশ্য। ভারতে তো ভেন্যুর অভাব নেই। তাদের শাস্তি দেওয়াটা তো খুবই সহজ। তাদেরকে কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন না করতে দিলেই হয়।

প্রজ্ঞান ওঝা বলেন, কিছু নির্বোধের কারণে উড়িষ্যার সুনাম ধুলোয় মিশে যেতে দেখে খারাপ লাগছে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।