মাদারীপুরে পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৭:১০ এএম, ০৬ অক্টোবর ২০১৫

মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার ১নং পুলিশ ফাঁড়ির দু`শ বছরের পুরনো পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও ফ্রেন্ডস অব নেচার নামের একটি পরিবেশবাদী সংগঠন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সবুজবাগ এলাকার পুকুরটিতে প্রায় দুইশ বছর যাবত স্থানীয় জনগণ নিত্য প্রয়োজনীয় কাজ করে আসছে। সম্প্রতি পুকুরটি ভরাটের পরিকল্পনা করে জেলা প্রশাসন ও এলাকার কিছু কুচক্রী মহল। এতে ফুঁসে উঠে সাধারণ জনগণ ও পরিবেশবাদী সংগঠন।

Madaripur

তারই অংশ হিসেবে সকালে ‘আমাদের পুকুর আমাদের জল, আমাদের জীবন আমাদের বল’ এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় এলাকার নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

ঘণ্টাব্যাপি চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ, সচেতন নাগরিক কমিটির সদস্য শাহাদাত হোসেন লিটন, এনায়েত হোসেন, এলাকার কাওছার হোসেন। এ সময় বক্তারা অবিলম্বে পুকুর ভরাটের পরিকল্পনা প্রত্যাহারের দাবি করেন। সেই সঙ্গে বৃহৎ আন্দোলনের হুমকি দেন।

একেএম নাসিরুল হক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।