মানবতাবিরোধী অপরাধ : নোয়াখালীর তিনজন কারাগারে


প্রকাশিত: ০৬:৪২ এএম, ০৬ অক্টোবর ২০১৫

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী জেলার সুধারামের তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন- আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলী, মো. ইউসুফ ও মো. জয়নাল আবদিন।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

আগামী ১৪ অক্টোবর এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।  
 
এফএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।