ক্যালিফোর্নিয়ায় বৈধতা পেলো স্বেচ্ছামৃত্যু


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৬ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রের পঞ্চম অঙ্গরাজ্য হিসেবে স্বেচ্ছায় জীবনাবসানের বৈধতা দিয়েছে ক্যালিফোর্নিয়া। এখন থেকে সেখানকার মুমূর্ষু রোগীরা ডাক্তারের তত্ত্বাবধানে স্বেচ্ছায় জীবনাবসান ঘটাতে পারবেন। খবর বিবিসি’র।

এতদিন ক্যালিফোর্নিয়ায় এই সুযোগ না থাকায়, কিছুদিন আগে অঙ্গরাজ্যটির একজন ক্যান্সার আক্রান্ত রোগী, ব্রিটনি মেনার্ড নিজের জীবন অবসানের জন্য অরিগনে চলে যেতে বাধ্য হন।

সেই ঘটনা রাজ্যটির এই নতুন আইন গ্রহণে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ক খসড়া প্রস্তাবে স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন, যিনি নিজে একজন ক্যাথোলিক এবং একসময় ধর্মযাজক হবার জন্য পড়ালেখাও করেছেন।

আইন অনুযায়ী, দু’জন ডাক্তার যদি একমত হন যে কোন রোগী ছয় মাসের বেশি বাঁচবেন না এবং মানসিকভাবে সুস্থ, তবে রোগীর জীবনাবসান হয় এমন ওষুধের ব্যবস্থাপত্র তারা দিতে পারবেন।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।