আবারো আসছে ম্যাকগাইভার


প্রকাশিত: ০১:০০ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

নব্বইয়ের দশকে কিশোর ছিলেন অথচ ম্যাকগাইভার দেখেননি এমন লোক খুঁজে পাওয়া কষ্টসাধ্য হবে। জনপ্রিয় সেই টিভি সিরিয়ালটি আবারো দেখা যাবে টিভি পর্দায়।

জানা যায়, রিমেক হতে যাচ্ছে জনপ্রিয় টিভি সিরিয়াল ম্যাকগাইভার। আর এই রিমেকের দায়িত্ব নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান সিবিএস। নতুন সিরিজটিতে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি। তবে সর্বমোট ২০টির মতো পর্ব থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি। ম্যাকগাইভারের পুরোনো বুদ্ধিদীপ্ত কলা কৌশলগুলোকেই আবার নতুন রূপে ফুটিয়ে তোলা হবে বলে জানান তারা।

মূলত ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত এবিসি টিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হত সিক্রেট সার্ভিস এজেন্টের কাজকর্ম নিয়ে নির্মিত ম্যাকগাইভার সিরিয়ালটি। যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় চ্যানেল বিটিভিতে বাংলা ভাষায় ডাবিং করে প্রচার করা হত।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।