সুপরিকল্পিতভাবে বিদেশিদের হত্যা করা হচ্ছে
ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামী বাংলাদেশ-এর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, বাংলাদেশকে জঙ্গীবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে সুপরিকল্পিতভাবে বিদেশিদের হত্যা করা হচ্ছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ইতালির নাগরিক তাভেলা সিজার ও জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, এঘটনা একদিকে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যেমন প্রশ্নবিদ্ধ করেছে, অন্যদিকে বহির্বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ন করছে ।
আমিনী বলেন “আমরা এমন জঘন্য বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে সঠিক তদন্ত স্বাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
আবুল হাসানাত আমিনী আরো বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের স্থান নেই। কিন্তু সরকারের গুটিকয়েক মন্ত্রী-এমপি কথায় কথায় জঙ্গীবাদের অবতারণা করে ভয়াবহ আপদ ডেকে এনেছেন। রাষ্ট্রকে এখন এর মাশুল দিতে হচ্ছে। প্রকৃতপক্ষে এসব নীতিভ্রষ্ট লোকই ইসলামফোবিয়াকে জিন্দা রেখে সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা মনে করি, এদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই হত্যাকাণ্ডের মোটিভ বের হয়ে আসবে।
মাওলানা আমিনী বলেন, প্রকৃত খুনীদের না খুঁজে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা দেশে বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতারের মহাউৎসব চলছে। বিভিন্ন জায়গায় কওমী মাদরাসার ছাত্র-শিক্ষকদেরও হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব হয়রানি বন্ধ করতে হবে। তা না হলে প্রকৃত খুনীরা একের পর এক অপকর্ম করে দেশকে অকার্যকর করার চক্রান্ত করে যাবে। আর এটা কোনভাবেই হতে দেয়া যাবে না।
এএম/এসকেডি/পিআর