যৌনতা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৫ অক্টোবর ২০১৫

জীবন ও যৌনতার বাস্তবতাকে ইসলাম অকপটে স্বীকার করে। তবে পাশবিক বিশৃঙ্খলাকে সমর্থন করে না। যৌনতার উশৃঙ্খলতাসহ বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে ধরাতে আবির্ভাব হয়েছে বিশ্ব নবীর। কথা-বার্তা, আচার-আচরণ, চিন্তা-চেতনা, স্বভাব-চরিত্রসহ সর্বক্ষেত্রেই তিনি দেখিয়েছেন সঠিক পথ। যৌনতাকে পাশবিকতায় না নিয়ে মানব বংশ বৃদ্ধি ও সংরক্ষণ, পাশাবিক উন্মাদনায় উদ্বুদ্ধ না হয়ে বিবাহ প্রথার প্রতি গুরুত্ব প্রদান করেছে ইসলাম। জাগো
নিউজে তা তুলে ধরা হলো-

যৌনতার উত্তম ব্যবস্থা হলো বিবাহ। যে সব কারণে যৌনস্খলনের সৃষ্টি হয়, সে সবের প্রতিবিধান তথা সমাধান করেছে ইসলাম। এক কথায় যৌন চাহিদা পূরণের বৈধ আয়োজনকে ইসলাম একেবারেই সহজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اَنَّ اَعْظَمَ النِّكَاحِ بَرَكَةَ اَيْسَرُهُ مُوُنَةَ  অর্থাৎ ‘যে বিবাহে খরচ কম ও সহজ, সে বিবাহই বরকতপূর্ণ। (বয়হাকি)
সামর্থবান যুবকদেরকে প্রতি আহবান...
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বিবাহের ফলে যুবকদের দৃষ্টি অবনত থাকবে আর গুপ্তাঙ্গ থাকবে পবিত্র। যে যৌন ক্ষমতার যথার্থ প্রবাহের ওপর নির্ভরশীল মানব অস্তিত্ব ও তার পবিত্রতা, সে যৌনতার ব্যাপারে অপবিত্রতা তথা পাশবিকতার সব পথ বন্ধ করে দিয়েছে ইসলাম। লোভাতুর দৃষ্টি ও অবাধ মেলামেশা যেহেতু যৌনাপরাধের মূল উৎস, তাই এগুলোকে ইসলাম পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছে।
সুস্থ ও সুশৃঙ্খল পথে যৌন কামনা পূরণের মাধ্যমে বৈধ মানব বংশ বৃদ্ধির প্রতি উদ্বুদ্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- ثَلَثَةٌ حَقٌّ عَلَي عَوْنُهُمْ اَلْمُكَاتِبُ الَّذِيْ يُرِيْدُ الْاَدَاءَ وَالنِّاكِحُ الَّذِيْ يُزِيْدُ الْعَفَافَ وَالْمُجَاهِدُ فِيْ سَبِيْلِ الّلهِ  অর্থাৎ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য তারা হলেন- আজাদি চুক্তিবদ্ধ গোলাম- যে তার রক্তমূল্য আদায় করতে চায়, পবিত্রতার মানসে বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তি, এবং আল্লাহর পথের মুজাহিদ। (তিরমিজি)
সারকথা হলো-
ক. বিবাহের মাধ্যমে একজন মু’মিন বান্দা আল্লাহর সমীপে পবিত্র ওয়ে ওঠার পথ পায়।
খ. বিবাহ করা সব রাসূলের সুন্নাত এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যৌনতার পাশবিক বিশৃঙ্খলা থেকে হিফাজত করে বিবাহের মাধ্যমে উত্তম যৌন সম্পর্ক স্থাপনের তাওফিক দান করুন। আমিন।

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।