গণপরিবহনে নৈরাজ্য ঠেকাতে প্রশাসন বদ্ধ পরিকর


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৫ অক্টোবর ২০১৫

গণপরিবহনে নৈরাজ্য ঠেকাতে প্রশাসন বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সিএমপি পুলিশের এসি (ট্রাফিক) তাকিয়া তাহমিন। চট্টগ্রাম সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশন ও চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় নিউ মার্কেট মোড়ে এক অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

এসময় তিনি পরিবহন মালিক শ্রমিকদের সতর্ক করে বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ যাত্রীদের থেকে আদায় করা যাবে না। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। তিনি যাত্রীদের সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া দেওয়ার জন্য আহ্বান জানান।  

উল্লেখ্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনে ভাড়াবৃদ্ধি করে। মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলাপ করে মোট ১টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
 
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার কর্তৃক নির্ধারিত গণপরিবহনে বর্ধিত ভাড়া চট্টগ্রামে  সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি সড়ক পরিবহন ও মালিক ফেডারেশনের  আহ্বায়ক নুর আলম চৌধুরী, সদস্য সচিব গোলাম রসূল বাবুল, শ্রমিক ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মুসা, সাধারণ সম্পাদক অলি আহমদ, সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক এম.এ. হাকিম, এস.এম. তৈয়্যব, মোশারফ হোসেন, ওয়াহিদুল নুর কাদেরী, তরুণ দাশ গুপ্ত বানু, জাফর আহমদ, শহীদ নোমান সুমন, মো. ইয়াছিন, মো. সোহেল, মো. ইকবাল, মো. এনায়েত উল্লাহ, নাজিম উদ্দিন, মো. মুসা, মাসুদ বাবু প্রমুখ ।

অনুষ্ঠান শেষে এসি (ট্রাফিক) তাকিয়া তাহমিন যাত্রীদের বর্ধিত ভাড়ার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।