দক্ষিণের শিক্ষার্থীকে ছেড়ে দিচ্ছে উত্তর কোরিয়া


প্রকাশিত: ০৭:১৮ এএম, ০৫ অক্টোবর ২০১৫

উত্তর কোরিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক দক্ষিণ কোরীয় এক শিক্ষার্থীকে ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

এর আগে, এপ্রিলে উত্তর কোরিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে দক্ষিণ কোরিয়ার এ নাগরিককে আটক করা হয়। একইসঙ্গে এর আগে আটক আরো দুই দক্ষি কোরীয় নাগরিককে ছেড়ে দেয়ার কথাও বিবৃতিতে বলা হয়েছে। উত্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জো ওন-মুন (২১) নামের  নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে দুই দেশের সীমান্তে অবস্থিত পানমুনজম গ্রামের মধ্য দিয়ে তাকে ফেরত দেওয়া হবে।

গত আগস্টে দেশ দুটির সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে দুই দেশের সরাসরি যুদ্ধেরও হুমকি দেয়। পরে শীর্ষ পর্যায়ের নেতারা এক আলোচনায় দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করতে সম্মত হয়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।