এমপি লিটনের অস্ত্রের লাইসেন্স বাতিল


প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

সুন্দরগঞ্জের শিশু সৌরভের দুই পায়ে গুলি করার দায়ে অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। রোববার রাতে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হলো। এর আগে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের প্রক্রিয়া গ্রহণের ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, এমপি লিটনের নিরাপত্তার লক্ষ্যে একটি পিস্তল ও একটি শর্টগান ব্যবহারের অনুমতি দেয়া হয়। তিনি বলেন, অহেতুক পিস্তল ও শর্টগানের গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির কারণে তার অস্ত্র প্রত্যাহার করা হবে।

ওই দিন রাতেই এমপি ব্যবহৃত একটি পিস্তল ও একটি শর্টগান লাইসেন্সসহ সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতির বড় ভাই তারিকুল ইসলাম।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে মদ্যপ অবস্থায় এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়।

অমিত দাশ/এমজেড/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।