হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ব্রিটেনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৮ জানুয়ারি ২০২০

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ব্রিটেন। একই সঙ্গে ব্রিটেনে থাকা এই সংগঠনের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে দেশটি। শুক্রবার ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং এই সংগঠনের কোনও সদস্য কিংবা প্রতিষ্ঠানের সম্পত্তি ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা যারা উপেক্ষা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এর আগে, ২০০১ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিদেশি শাখা এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয় ব্রিটেন। এছাড়া গত বছর ব্রিটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য হিজবুল্লাহকে দায়ী করেন। ওই সময় তিনি বলেন, হিজবুল্লাহর রাজনৈতিক এবং সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য করতে পারছে না।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।