ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। পদ প্রত্যাশীরা আগামী ৫-১০ অক্টোবরের মধ্যে ২ কপি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ছাত্রলীগের কেন্দ্রীয় দফতরের সেলে জমা দিতে হবে।
রোববার  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়,   সংসদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে আগ্রহী পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

পদ প্রত্যাশীরা ৫-১০ অক্টোবরের মধ্যে ২ কপি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত  কেন্দ্রীয় দফতরে জমা দিতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ০৫ পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দেয়া যাবে।

এছাড়া জীবনবৃত্তান্তের সঙ্গে এসএসসি, এইচএসসি সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অধ্যয়নরত শিক্ষা-প্রতিষ্ঠানের সত্যায়িত প্রত্যয়নপত্র এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করার নিদের্শও দেয়া হয়েছে।

এমএইচ/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।