আগামী সেপ্টেম্বরের আগে আসছে না অস্ট্রেলিয়া
হঠাৎ করে বাংলাদেশ সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ হারিয়েছে টাইগাররা। এমনকি আগামী বছরের সেপ্টেম্বরের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের কোন ক্রিকেট সিরিজের সম্ভবনা দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড। একই মাসের শেষে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিপিএল। এরপর জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ রয়েছে বাংলাদেশের। মার্চ থেকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের পর বাংলাদেশের কোন খেলা না থাকলেও অস্ট্রেলিয়া খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের সঙ্গে। তাই সেপ্টেম্বরের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট সিরিজের সম্ভবনা দেখছে না বিসিবির কর্মকর্তারা।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া। তারা যদি সমঝোতা করে এর আগে বাংলাদেশে আসতে চায় তাহলে সম্ভব। এছাড়া আগামী সেপ্টেম্বরের আগে আমি কোন সম্ভবনা দেখছিনা।
তবে সেপ্টেম্বরেও যে খেলতে রাজি হবে অস্ট্রেলিয়া এমন সম্ভবনাও কম দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার মতে টানা ক্রিকেট খেলার পর তখন হয়তো অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্রাম নিতে চাইবে। তাই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই সিরিজ পড়ে গেলো রীতিমত অনিশ্চয়তার পথে।
আরটি/এমআর/পিআর