বিসিসিআই`র নতুন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর


প্রকাশিত: ১০:০৮ এএম, ০৪ অক্টোবর ২০১৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই`র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শশাঙ্ক মনোহর। বোর্ডের এক বিশেষ সভায় আজ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাগপুরের এই আইনজীবী। এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বিসিসিআই`র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শশাঙ্ক মনোহরই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন তা আগে থেকেই শোনা যাচ্ছিল। বোর্ডের আজকের বৈঠকটি ছিল অানুষ্ঠানিকতামাত্র। কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলসের নতুন প্রধান সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে পূর্বাঞ্চলীয় জোনের ছয়টি স্টেটের ক্রিকেট অ্যাসোসিয়েশনই শশাঙ্ককে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দিয়েছিল।

উল্লেখ্য জাগমোহন ডালমিয়ার মৃত্যুতে বিসিআইয়ের সভাপতি পদটি শুন্য হয়ে পড়ে। পরবর্তীতে এই পদে বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত শশাঙ্ক মনোহরকেই বেছে নিলো বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।