এমপি হান্নানসহ ৪ জন কারাগারে


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৪ অক্টোবর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তাঁর ছেলেসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদী।

এর আগের দুপুরে ময়মনসিংহের ত্রিশাল আসনের সংসদ সদস্য হান্নান, তাঁর ছেলে মো. রফিক সাজ্জাদ, মো. মিজানুর রহমান ও ডা. গোলাম সাব্বির আহমেদকে আদালতে হাজির করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন ও অ্যাডভোকেট তাপস কান্তি বল। অপরদিকে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কুতুব উদ্দিন।

আইনজীবী তাপস কান্তি বল বলেন, মামলার তদন্তের স্বার্থে আমরা চারজনকে আটক রাখার আবেদন করি। আদালত তা গ্রহণ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ১৭ অক্টোবর দিন রেখেছেন।’

এ ছাড়া একই মামলায় আটক ময়মনসিংহের হরমুজ আলী দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন থাকায় তাঁকে আদালতে হাজির করা যায়নি।

গত ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ছেলেসহ  জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীরও সদস্য এমপি হান্নানকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। পরে তাঁদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।

একই দিন ময়মনসিংহ শহরের নওমহল এলাকার বাসা থেকে মিজানুর রহমান এবং কলেজ রোড মোড় থেকে গোলাম সাব্বির আহমদকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ত্রিশাল উপজেলার বৈলর থেকে গ্রেফতার করা হয় হরমুজ আলী নামে এক আসামিকে। হরমুজ আলীকে পুলিশ একটি সিএনজিচালিত অটোরিকশার করে ময়মনসিংহ নিয়ে আসার পথে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি আহত হন।

গ্রেফতারের পরের দিন গত ২ অক্টোবর শুক্রবার ট্রাইব্যুনাল বন্ধ থাকায় তাদেরকে সিএমএম আদালতে হাজির করার পর ওই দিন বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ মে হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।

মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয় সহায়তার লক্ষ্যে এম এ হান্নান ছিলেন ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক। অন্যরা তার সহযোগী ছিলেন।

এফএইচ/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।