সিটিজেন সায়েন্স অ্যান্ড অ্যাকশন রিচার্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৪ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সিটিজেন সায়েন্স অ্যান্ড অ্যাকশন রিচার্স’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি, প্রতীক এবং অক্সফাম এর যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মেঘনা গুহ ঠাকুরতা, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দু’টি কারিগরি অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা নাগরিক বিজ্ঞান এবং কার্যকর গবেষণা সম্পর্কে আলোচনা করেন। বিকেলে সমাপনী অধিবেশনে ইতালির সেপিয়েঞ্জা ইউনিভার্সিটির ড. মাউরো সেরিকা, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ড. লেরি স্টিলম্যান এবং অক্সফামের প্রাইভেট সেক্টর এ্যাডভাইজর আলভারো ভালভারডি বক্তব্য রাখবেন।

এমএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।