‘কাশ্মীর ইস্যুতে সমর্থন করলেই দেশে ফেরার সুযোগ দিতেন মোদি’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১২ জানুয়ারি ২০২০

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পদক্ষেপকে সমর্থন জানালেই মোদি সরকার দেশে ফেরার অনুমতি দিত বলে জানিয়েছেন পিস টিভির প্রতিষ্ঠাতা ভারতের নাগরিক জাকির নায়েক।

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি সরকারের একজন প্রতিনিধি সেপ্টেম্বরে মালয়েশিয়ায় তার কাছে এসেছিলেন এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানানোর কথা বলেন। বিনিময়ে নিরাপদে ভারতে ফিরে যাওয়ার প্রস্তাব দেন।’

ভিডিও বার্তায় জাকির নায়েক বলেন, ‘ওই কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন আমার সঙ্গে কথা বলার আগে এই বিষয়ে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। তারা এই বিষয়ে আমার সাহায্য চেয়েছেন। তার এ কথা শুনে প্রথমে হতবাক হয়েছিলাম। যে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় বক্তব্য রাখতে গিয়ে দুই মিনিটে ৯ বার আমার নাম নিচ্ছিলেন। তার এই ভোলবদল দেখে চমকে গিয়েছিলাম।’

জাকির নায়েক দাবি করেন যে, ‘জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে প্রস্তাব দেয় এই ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়াতে। এর স্বপক্ষে মুখ খুলতে। তাহলে আমার ভারতে ফেরার সমস্ত বাধা দূর হবে। দায়ের হওয়া সব মামলা তুলে নেয়া হবে। এর পাশাপাশি আমার সমস্ত যোগাযোগকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছিলেন মোদি সরকার। কিন্তু, আমি এই কাজ করতে অস্বীকার করেছি।’

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।