দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ এএম, ১২ জানুয়ারি ২০২০

অডিও শুনুন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেত্রী সাই ইং ওয়েন। শনিবার (১১ জানুয়ারি) এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাই ওয়েনের বাক্সে ৫৭ শতাংশ ভোট পড়েছে, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হান কু-ইউর চেয়ে অনেক বেশি।

সাই ইং ওয়েন চীনবিরোধী নেত্রী হিসেবে পরিচিত। গত কয়েক বছর ধরে বেইজিংয়ের ‘আধিপত্যের’ বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি।

নির্বাচনে জয়লাভের পর বক্তৃতায় সাই ইং ওয়েন বলেন, এ দ্বীপটিকে জোর করে ছিনিয়ে আনার চিন্তা থেকে চীনকে সরে আসা উচিত।

তিনি আরও বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক জীবনযাত্রা এবং আমাদের জাতিকে কতটা লালন করি তা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাইওয়ান।

এর আগে ২০১৬ সালে তাইওয়ানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেত্রী সাই ইং ওয়েন।

উল্লেখ্য, ১৯৪৯ সাল থেকে দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ বলে মনে করে চীন। দেশটিকে বেইজিংয়ের অধীনে নিয়ে আসতে চীন প্রয়োজনে শক্তিপ্রয়োগেরও হুমকি দিয়ে আসছে।

এছাড়া গৃহযুদ্ধের অবসানের পর থেকে তাইওয়ানের ওপর সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছে চীন। দেশটির সরকার বলছে, প্রয়োজনের তাগিদে তাইওয়ানকে আবারও চীনের সঙ্গে একত্রিত হতে হবে।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।