ইরানের হামলায় কোনো ইরাকি সৈন্য হতাহত হয়নি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কোনো ইরাকি সৈন্য হতাহত হয়নি। ইরাকি সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার মাত্র কয়েক ঘণ্টা আগেই এক ঘণ্টার ব্যবধানে ইরাকে মার্কিন ঘাঁটিতে দু'বার হামলা চালিয়েছে তেহরান।

ইরানের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার চেষ্টা করা হলে ওই অঞ্চলে মার্কিন মিত্ররা আক্রান্ত হবে বলেও হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

ইরাকি সেনাবাহিনীর ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, বুধবার প্রায় আধা ঘণ্টা ধরে হামলা চালানো হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ২২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে ১৭টি আল আসাদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এছাড়া বাকি পাঁচটি উত্তরাঞ্চলীয় ইরবিলে আঘাত হেনেছে।

এদিকে, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনাকে জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিভ বলেছেন, তেহরান যুদ্ধ বা উত্তেজনা বাড়াতে চায় না।

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং তা শেষও করেছে। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়।

ওই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত সশস্ত্র হামলা বলে উল্লেখ করে ইরান বলছে, তারা তাদের নাগরিক এবং শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার জবাব দিতেই ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলাকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব বলে উল্লেখ করেছে তেহরান।

জাভেদ জারিফ এক বিবৃতিতে বলেন, আমরা যুদ্ধ চাই না বা কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি করতে চাই না। তবে আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করব আমরা।

টিটিএন/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।