নীলফামারীতে ইপিজেডের শ্রমিক নিহত
বালুবোঝাই ট্রলির ধাক্কায় নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক নুরন্নবী (২৫) নিহত হয়েছেন। এ সময় অপর এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরন্নবী উত্তরা ইপিজেডের ভ্যানচুরা লেদার কারখানার সুপারভাইজার ও খোকশাবাড়ি ইউনিয়নের টেপুরডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের ছেলে। আহত আদুরী রায় (১৮) একই লেদার কারখানার নারী শ্রমিক এবং ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দীপেন চন্দ্র রায়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে উত্তরা ইউপিজেডের শ্রমিকদের ছুটে হলে মোটরসাইকেল যোগে নুরন্নবী ও আদুরী নিজবাড়ি ফিরছিল। এ সময় নীলফামারী সৈয়দপুর সড়কের কামারপাড়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরোহী নুরন্নবী নিহত ও আদুরী রায় আহত হন।
আহত আদুরীকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পা ও হাত ভেঙ্গে গেছে। এ ঘটনা পর সড়কটি অবরোধ করে রাখে ইপিজেডের শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বালুবোঝাই ট্রলিসহ চালককে আটক করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি